পিতার জন্যে গান
- অনিরুদ্ধ রনি

Death can never be the ending...

একটি বিস্মৃত সুর স্মরণের লোভে
রচনা করেছি কত অন্তরাল গান!

অনেক আনন্দে, সুখে, কান্নায়-সংক্ষোভে বাঁধাই করেছি শব্দ, ধ্বনির মাচান; একটি প্রাচীন গল্পে সন্তপ্ত বাবার দু'চোখ নদীর মতো আর্দ্রতম ছবি, সে-গল্প গড়তে যেয়ে আমিও আবার রক্তনদীতে যদি হতে চাই কবি-

এই প্রশ্নে বাবা ছিল বড় অসম্মত। কেননা, গল্পটি তার, সুরটিও তারই; যে-সুরে রাত্রির বুকে প্রত্ন-আহাজারী-নিটোল জলেরও ত্বকে দগদগে ক্ষত; স্বপ্নশব্দে জুড়ে দিচ্ছি অসম্ভব সুর__

শব্দের আত্মায় বাবা, স্বপ্ন বহুদূর ...

মৃত্যু এমন দেশ, যার ধূম্র আলিঙ্গন থেকে ফেরে না পথিক কোনও...


৩১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০৯-২০২৫ ০৪:৩১ মিঃ

খুব চমৎকার লেখা